গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রফিকুল ইসলাম আরমানকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তিনি গাজীপুরে প্রতিনিয়ত খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। বিভিন্ন এলাকার সন্ত্রাসীরা এখানে আশ্রয় নিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশাল জনগোষ্ঠীর এই গাজীপুরে পুলিশের সংখ্যা নিতান্তই কম। তিনি পুলিশের সংখ্যা বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানান।
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। আমরা আশ করছি খুব অল্প সময়ের মধ্যে এ মামলার চার্জশিট দেয়া সম্ভব হবে।